বিপিএলে দ্রুততম সেঞ্চুরি করতে চান পারভেজ ইমন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা লম্বা সময় ধরে রেখেছিলেন পারভেজ হোসেন ইমন। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পারভেজ ৪২ বলে ১০০ করেছিলেন। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রুততম শতরানের রেকর্ড। পাঁচ বছর পর গত মাসে রাইজিং স্টার্স এশিয়া কাপে হাবিবুর রহমান সোহান ৩৫ বলে ভেঙেছেন পারভেজের রেকর্ড।
এবার কত বলে সেঞ্চুরি চান পারভেজ সিলেট টাইটান্সের হয়ে বিপিএল খেলার অপেক্ষায় তিনি। গত কয়েকদিন ধরেই ঘাম ঝরানো অনুশীলন করছেন। আজ অনুশীলনের ফাঁকে সেঞ্চুরি প্রসঙ্গ উঠতেই মুখে হাসি নিয়ে পারভেজ বললেন, ‘কত বলেৃ বল সুনির্দিষ্ট কিছু নেই। অবশ্যই সবাই চায় যে সেঞ্চুরি করতে টি-টোয়েন্টিতে। তবে ওভাবে ভাবছি না, নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলার চেষ্টা এটা করব।’
গতবার চিটাগং কিংসের হয়ে ১৩ ম্যাচে ১৩০ স্ট্রাইক রেটে ৩৩৮ রান করেছিলেন পারভেজ। নিজেকে মোটামুটি মেলে ধরতে পেরেছিলেন শেষ দিকে। শুরুটা তেমন ভালো ছিল না। এবার শুরু থেকে ভালো করতে মুখিয়ে পারভেজ। নিজেদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি, ‘আমাদের দল খুব ভালো। চেষ্টা করব আমরা আমাদের সেরাটা মাঠে নেমে দেওয়ার। সব মিলিয়ে আমাদের অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে, আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি।’
বিপিএলের পরপরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাতীয় দলের জার্সিতে নিয়মিত টি-টোয়েন্টি খেলছেন পারভেজ। বিশ্বকাপ দলেও তার থাকার সম্ভাবনা প্রবল। বিশ্বকাপের আগে এবারের বিপিএলে নিজেকে সেভাবেই মেরে ধরতে চান বাঁহাতি ওপেনার, ‘এটা যদি বিশ্বকাপের জন্য হয়, তাহলে ভালো একটা প্রস্তুতি। অনেকগুলো ম্যাচ থাকবে। কাজেই ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারব, ভালো করতে পারব আশা করি।’
