প্রথম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু শুরু
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫। গতকাল রোববার সকাল ১১টায় রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচার কাউন্সিলর লী শাওপেং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দিলদার হাসান দিলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য এসএম শহীদুল হক ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম ফকির বলেন, তরুণ প্রজন্মকে ক্রীড়ার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে তুলতে উশুর মতো মার্শাল আর্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ ধরনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ভবিষ্যতের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ অতিথি জনাব লী শাওপেং বাংলাদেশে উশু খেলাটির ক্রমবর্ধমান অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে উশু উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। চার দিনব্যাপী এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত বিভিন্ন ক্লাব এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) সহ মোট ৫৫টি দলের প্রায় ৬৫০ জন খেলোয়াড়, বিচারক ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। জুনিয়র ও যুব পর্যায়ের উদীয়মান উশু খেলোয়াড়দের জন্য এই চ্যাম্পিয়নশীপ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চ্যাম্পিয়নশিপের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মাধ্যমে দেশের উশু খেলাকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
