শোকে সংক্ষিপ্ত হলো জাতীয় জুনিয়র ও যুব উশু চ্যাম্পিয়নশিপ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে গতকাল মঙ্গলবার ঢাকায় চলমান ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর ফাইনাল সংক্ষিপ্ত করে শেষ করা হয়েছে। সকাল থেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশীপের ফাইনাল পর্ব চলছিল। এ সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ পৌঁছালে জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ উশু ফেডারেশন চলমান ফাইনাল খেলা দ্রুত সংক্ষিপ্ত করে সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়। এতে করে ফাইনালের ফলাফল চূড়ান্ত করা সম্ভব হয়নি। নির্ধারিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবর্তে প্রয়াত এই জাতীয় নেত্রীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তীতে বাংলাদেশ উশু ফেডারেশনের পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, গতকাল মঙ্গলবার সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। শোকবার্তায় তার মৃত্যুতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সব বিচারক, কোচ ও খেলোয়াড়দের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. দিলদার হাসান দিলু। উল্লেখ্য, জাতীয় শোকের এই প্রেক্ষাপটে চ্যাম্পিয়নশীপের অসমাপ্ত ফাইনাল ও ফলাফল সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক লিটন-মিরাজদেরও : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার ও বিপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজি দল। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তার মৃত্যুতে শোক জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তার পরিবার, প্রিয়জন এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে লেখেন, ‘মহান আল্লাহ তা’আলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’ বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক জানানোর ছবি পোস্ট করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে লেখেন, ‘ তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের পক্ষ থেকেও খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয়। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে লেখা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! সারা দেশের মতো শোকাহত রাইডার্স পরিবার। মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।’
সিলেট টাইটানসের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে করা পোস্টে লেখা হয়, ‘সিলেট টাইটানস পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। আজ আমরা আমাদের দেশের ইতিহাসে এক বিশাল ব্যক্তিত্বকে হারানোর শোক প্রকাশ করছি- একজন নেতা, যার সাহস এবং নিবেদন লাখ লাখ মানুষের ভাগ্য গড়ে দিয়েছে। বাংলাদেশের জনগণের প্রতি তার অটল প্রতিশ্রুতি চিরকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।’
রাজশাহী ওয়ারিয়র্সের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘একজন নেতা, যিনি সবচেয়ে ভয়ংকর ঝড়ের মুখেও দৃঢ?তার সঙ্গে দাঁড়িয়েছিলেন; তার সহিষ্ণুতা এবং কর্তব্য কখনো ভুলে যাওয়ার নয়। রাজশাহী ওয়ারিয়র্স পরিবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে। চিরশান্তিতে বিশ্রাম করুন।’
