সাবেক জাতীয় ফুটবলার নীরা মারা গেছেন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। গত শনিবার রাতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে সাবেক এই ডিফেন্ডারের বয়স হয়েছিল ৬১ বছর। নীরার আকস্মিক মৃত্যুতে দেশের ফুটবলাঙ্গনে গভীর শোক নেমেছে। ফুটবলাঙ্গনে সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন নীরা। সব সময় হাসিমুখে থাকতেন। বিশেষ করে জš§দিনে শুভেচ্ছা জানাতেন সবাইকে। ফুটবলার ও কোচদের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও ছিল তার দারুণ সখ্যতা। তাই নীরার মৃত্যুতে সবাই অত্যন্ত শোকাহত ও আবেগপ্রবণ। খুলনার সন্তান নীরা দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন। জাতীয় দলেও ছিলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার। প্রেসিডেন্ট গোল্ডকাপসহ একাধিক টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন। খেলা ছাড়ার পর কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি। স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন।
