প্রথম বিভাগ ভলিবল

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জারিফ ডেইরি ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগে জিতেছে ইস্ট অ্যান্ড ক্লাব, শাহবাগ স্পোর্টিং ও মাল্টিফ্যাবস লিমিটেড।

গতকাল বৃহস্পতিবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইস্ট অ্যান্ড ক্লাব ৩-০ সেটে ফায়ার সার্ভিসকে, শাহবাগ স্পোর্টিং সমান ব্যবধানে ভাই ভাই সংঘকে এবং মাল্টিফ্যাবস লিমিটেড ৩-০ সেটে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।