চট্টগ্রামকে বিপদে ফেললেন রসিংটন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে দারুণ ছন্দে আছে চট্টগ্রাম রয়্যালস। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাগরপাড়ের দলটি। বন্দর নগরীর দলটিকে শীর্ষে রাখার প্রধান কারিগর ওপেনার অ্যাডাম রসিংটন। কিন্তু চট্টগ্রামের জন্য দুঃখের খবর, বিপিএল থেকে ছিটকে গেলেন এই ইংলিশ ওপেনার। গত শুক্রবার রাজশাহী ওয়ারিয়র্সের বিনুরা ফার্নান্দোর করা বলটি একটু লাফিয়ে যখন ছোবল দিল রসিংটনের আঙুলে, ব্যাথায় কাতর হয়ে উঠেছিলেন তিনি। মাঠে শুশ্রুষার পর আবার ব্যাটিং চালিয়ে গেছেন তিনি, তবে খুব বেশিক্ষণ টিকতে পারেননি। সেই আঘাত পরে বড় দুঃসংবাদ বয়ে এনেছে তার এবং দলের জন্য। চোটের কারণে চলমান বিপিএলের বাকি অংশ থেকে পুরোপুরি ছিটকে গেছেন এই ইংলিশ ওপেনার।
গতকাল শনিবার এক ভিডিও বার্তায় ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার আগে রান সংগ্রাহকদের তালিকায় সবার উপরে রসিংটনের অবস্থান। ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ৬ ম্যাচে টানা তিনটি ফিফটিসহ করেছেন ২৫৮ রান। তার গড় ৬৪.৫০ ও স্ট্রাইক রেট ১৩৯.৪৫। রসিংটনের ছিটকে যাওয়ার কারণ ব্যাখ্যায় নাফিস বলেছেন, পুরোনো চোটের জায়গাতেই আবার আঘাত পেয়েছেন তিনি, ‘আমাদের উইকেটরক্ষক ও ওপেনার রসিংটন গত ম্যাচে বিনুরার বল মোকাবিলা করার সময় আঘাত পান, বাম হাতের কনিষ্ঠ আঙুলে। ওই একই জায়গায় তার পুরনো চোটের ইতিহাস রয়েছে, আগেও একবার চিড় ধরেছিল। আঘাত পাওয়ার পর তিনি বেশ যন্ত্রণার মধ্যে ছিলেন। আমরা এক্স-রে করিয়েছি এবং সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত, তাকে আগামী দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তাই তাকে আমাদের ফেরত পাঠাতে হচ্ছে।’
তিনি যোগ করেছেন, ‘বর্তমানে আমরা তার বিকল্প খেলোয়াড়ের খোঁজ করছি। রসিংটনের জন্য আমাদের শুভকামনা রইল।’ নেপাল প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে প্রথমবার বিপিএলে আসা রসিংটন চট্টগ্রামের হয়ে প্রভাব রাখতে একদমই সময় নেননি। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচেই ঢাকা ক্যাপিটালসের অপরাজিত ৬০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। এরপর তিনি আরও দুটি হাফসেঞ্চুরি তুলে নেন। সিলেট টাইটান্সের বিপক্ষে ৪৯ রানে আউট হয়ে না গেলে টানা চতুর্থ ফিফটির স্বাদ পেতে পারতেন।
সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে চট্টগ্রামের অবস্থান বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে। এর পেছনে রসিংটনের দুর্দান্ত ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাঈম শেখের সঙ্গে তার ওপেনিং জুটি দলটির ব্যাটিং সাফল্যের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।
চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার বলেন, ‘ওই আঘাত পাওয়ার পর যখন ব্যাটিং করছিল, তখনই বুঝতে পারছিলাম যে বড় সমস্যা হয়েছে। অস্বস্তি ছিল তার ব্যাটিংয়ে। পরে বলল যে, ওখানে ওর চোট ছিল আগে থেকেই। সেখানেই লেগেছে আবার, চিড় ধরেছে। কালকে চলে যাবে।’ রসিংটনের ছিটকে পড়া চট্টগ্রামের সম্ভাবনায় বড় আঘাত। দলটি যে এখন পয়েন্ট তালিকার শীর্ষে, সেটির পেছনে বড় অবদান এই কিপার-ব্যাটসম্যানের। প্রথমবার বিপিএল খেলতে এসে এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ ২৫৮ রান করেছেন তিনি ৬৫.৫০ গড় ও ১৩৯.৪৫ স্ট্রাইক রেটে। মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে গড়ে তুলেছেন কার্যকর এক উদ্বোধনী জুটি। এখনও পর্যন্ত অসাধারণ কিপিংও করেছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার। এক ম্যাচে চার স্টাম্পিংয়ের রেকর্ড গড়ার পাশাপাশি মাঠে তার উপস্থিতি ছিল দারুণ প্রাণবন্ত। এমন একজনকে হারিয়ে হাহাকার শোনা গেল টিম ডিরেক্টরের কণ্ঠে।
‘আমাদের দলের বড় শক্তির জায়গা ছিল সে। তাকে ঘিরেই আমাদের ব্যাটিং আবর্তিত হতো। এর চেয়েও বড় কথা, খুব ভালো টিমম্যান ছিল সে। দলের সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছিল। আমাদের জন্য অনেক বড় ক্ষতি ওকে হারানো। ওর বদলি ক্রিকেটার আমরা খুঁজছি।’
