ফাইনালে সাবালেঙ্কার সামনে কোস্তিউক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের আগে যেন প্রতিশোধের ক্ষুধা মেটাচ্ছেন আরিনা সাবালেঙ্কা। গতকাল শনিবার ব্রিসবেন ইন্টারন্যাশনালের সেমিফাইনালে কারোলিনা মুখোভাকে সরাসরি ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে জায়গা করে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা। গত শুক্রবার ম্যাডিসন কিজকে হারানোর পর এই জয় নিশ্চিত করে সাবালেঙ্কা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। ফলে আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বেলরুশ তারকা ।
সাবালেঙ্কার আধিপত্য পুরো ম্যাচ জুড়েই স্পষ্ট। প্রথম সেটের দ্বিতীয় গেমেই ব্রেক পয়েন্ট নিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে যান তিনি। শক্তিশালী ব্যাকহ্যান্ড উইনার দিয়ে প্রথম সেট নিজের করে নেন। দ্বিতীয় সেটে মুখোভা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সাবালেঙ্কার চাপে ধরাশায়ী হন।
নবম গেমে গুরুত্বপূর্ণ ব্রেক পয়েন্ট জিতে ৫-৪ ব্যবধানে এগিয়ে গিয়ে নিজের সার্ভিস ধরে রেখেই ম্যাচ শেষ করেন সাবালেঙ্কা।
ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘দ্বিতীয় সেটের শেষের দিকে অনেক কাছাকাছি পয়েন্ট ছিল, তবে সরাসরি সেটে জয় নিশ্চিত করতে পেরে খুব খুশি। প্রতিপক্ষ শক্তিশালী, তাই শেষ মুহূর্তে সুযোগ দিলে কাজে লাগাতেন। জয় নিশ্চিত করতে পারায় আনন্দিত।’ তিনি আরও যোগ করেন, ‘প্রতিটি ম্যাচে আমার খেলার মান আরও ভালো হচ্ছে।
