বিশ্বকাপে যুবারা মাঠে নামছে আজ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
আর মাত্র কয়েক ঘন্টা বাদে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৪ সালে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ২০২২ সালে অষ্টম স্থানে থেকে এবং পরের আসরে সুপার সিক্স থেকে বিদায় নেয় বাংলাদেশ। মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বৃষ্টি কারণে শেষ পর্যন্ত দুটি ম্যাচই বাতিল হয়ে যায়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৬ দশমিক ৩ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ।
স্কটল্যান্ডের বিপক্ষে ২৯ দশমিক ২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান করে বাংলাদেশ। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে স্কটল্যান্ড। বৃষ্টির কারণে প্রস্তুতিমূলক ম্যাচ দুটি পরিত্যক্ত হলেও, যতটুকু সুযোগ হয়েছে তাতেই ব্যাট-বল হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকি। স্কটল্যান্ডের বিপক্ষে অনবদ্য ৭৫ রানের ইনিংস খেলেন ওপেনার রিফাত বেগ। স্কটল্যান্ডের বিপক্ষে বল হাতে ছয় বোলার উইকেটের দেখা পান।
