টানা ৩ ম্যাচ হেরে অধিনায়ক বদলাল রংপুর রাইডার্স

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে কাগজে-কলমে বিপিএলের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স। কিন্তু লিগ পর্বে সর্বশেষ তিন ম্যাচেই জয়ের নাগাল পায়নি তারা। সিলেট পর্বেই তিন দলের প্লে অফ খেলা নিশ্চিত হয়ে গেলেও তাই রংপুরের জায়গাটা এখনো নিশ্চিত হয়নি। এমন সময়ে নিজেদের অধিনায়ক বদলেছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন থেকে নুরুল হাসানের জায়গায় ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব দেবেন লিটন দাস। আগেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সোহান। কারণ, তার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৮ ম্যাচের ৬ ইনিংসে তিনি করেছেন মাত্র ৩০ রান। দলের প্রয়োজনে নিজের ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতেই সোহান স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন কোচ মিকি আর্থার।

সোহানের এই সিদ্ধান্ত নিয়ে আর্থার বলেছেন, ‘দিন দুয়েক আগে সোহান আমার কাছে এসে বলেছে, সে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চায়। আমার মনে হয়েছে, সে নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে চায়। এটিই তুলে ধরছে, মানুষ হিসেবে সে কেমন। সে কোনোভাবেই স্বার্থপর নয়, ব্যক্তিগত লক্ষ্যের ওপরে দলকে রাখতে চায় সে। তবে তার মনে হয়েছে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে পারফর্ম করার সেরা সুযোগটা সে নিজেকে দিতে চায়। এজন্য সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’

বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটনকে নিলাম থেকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। ব্যক্তিগতভাবে তার ব্যাট থেকেও বড় রান এখনও আসেনি। ৮ ম্যাচের ৮ ইনিংসে করেছেন ১৬২ রান। তবে দলের দুর্দিনে নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবনার চেয়ে আপাতত বিপিএলেই সবটুকু নজর দিতে চাইছেন লিটন। দায়িত্ব পাওয়ার পর লিটন বলেছেন, ‘এই মুহূর্তে তো বিশ্বকাপের চিন্তা মাথায় নেই। যেহেতু একটা ফ্র?্যাঞ্চাইজির হয়ে খেলছি, সম্পূর্ণ নিবেদন এখানে আমার ফ্র?্যাঞ্চাইজির জন্যই থাকবে। তারা যখন নিজেদের ইচ্ছায় এই জিনিসটা চেয়েছে, ফ্র?্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, আমার দায়িত্ব এটা গ্রহণ করা।

আমার মনে হয়, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

প্লে-অফের সমীকরণ নিয়ে তিনি যোগ করেছেন, ‘আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং। কারণ এই মুহূর্তে আমরা যদি একটা ম্যাচ জিতি, তাহলেই কোয়ালিফাই করব সুপার ফোরে (প্লে-অফে)। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’ সিলেট পর্বেই তিন দলের প্লে-অফ নিশ্চিত হলেও রংপুর এখনও অনিশ্চয়তায়। ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট পেয়ে তালিকার চার নম্বরে আছে তারা। তাদের পেছনে থাকা ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস ৮ ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট করে পেয়েছে। তাই হাতে থাকা ম্যাচগুলোর মধ্যে মাত্র একটি জয় পেলেই রংপুরের প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে।