সেই তিনিই এখন ফিরে পেতে চান সালাহকে

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

সময় কত দ্রুতই না বদলে যায়! আচমকা বদলে যাওয়া দৃশ্যপটে মাসখানেক আগে লিভারপুলে ব্রাত্য হয়ে পড়েছিলেন মোহামেদ সালাহ। তাকে নিয়ে প্রকাশ্যে বিরক্তিও প্রকাশ করেছিলেন দলটির কোচ আর্না স্লট। সেই তিনিই এখন যেন দলের পরীক্ষিত স্ট্রাইকারকে পেতে ক্ষণ গুনছেন। ক্লাব ফুটবলে চলতি মৌসুমের প্রথম ভাগটা একদমই ভালো কাটেনি সালাহ ও তার দলের।

এতে করে লিভারপুলের সঙ্গে তার সম্পর্কেও চিড় ধরেছিল। বিবর্ণ পারফরম্যান্সের কারণেই ডিসেম্বরের শুরুতে লিভারপুলে তিন ম্যাচের মধ্যে দুটিতে সালাহকে বেঞ্চে কাটাতে হয় পুরোটা সময়। আরেক ম্যাচে নামেন বদলি হিসেবে। একটা সময় নিজেকে যেন আর সামলাতে পারেননি; কোচকে ইঙ্গিত করে তাকে ‘বলির পাঠা’ বানানোর অভিযোগ করেন তিনি। এতে দল থেকে বাদ পড়ার শাস্তিও পেতে হয় তাকে।