ভারতের পাঁচ উইকেট শিকার ফাহাদের
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

ইনিংসের তৃতীয় ওভারে জোড়া শিকার ধরলেন আল ফাহাদ। শেষ দিকে ভারতের আরও তিন ব্যাটসম্যানকে ফেরালেন তিনি।
চমৎকার বোলিংয়ে যুব বিশ্বকাপে অষ্টম বাংলাদেশি হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ডানহাতি এই পেসার। গতকাল শনিবার জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৯.২ ওভারে ৩৮ রান দিয়ে ৫ উইকেট নেন ফাহাদ। আসরে পাঁচ উইকেটের স্বাদ পাওয়া দ্বিতীয় বোলার তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন ভারতের পেসার হানিল প্যাটেল।
যুব বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে ফাহাদ ছাড়া পাঁচ উইকেটের স্বাদ পেয়েছেন তানভিরুল ইসলাম, হান্নান সরকার, নাজমুল হোসেন, এনামুল হক জুনিয়র, আফিফ হোসেন, রাকিবুল হাসান ও মারুফ মৃধা। এই প্রতিযোগিতায় বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং হান্নান সরকারের। ২০০০ সালে নামিবিয়ার বিপক্ষে স্রেফ ১৫ রান খরচায় পাঁচ শিকার ধরেছিলেন তিনি। ভারতের বিপক্ষে দিনের শুরুটা দারুণ করেন ফাহাদ। ম্যাচের প্রথম ওভার করতে এসে ভারত অধিনায়ক আয়ুশ মাত্রের বিপক্ষে মেইডেন দেন তিনি। নিজের পরের ওভারের শেষ দুই বলে আয়ুশ মাত্রে ও ভেদান্ত ত্রিবেদিকে ফিরিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। কাভারে ধরা পড়েন আয়ুশ মাত্রে, স্লিপে ক্যাচ দেন ভেদান্ত।
শেষ পর্যন্ত অবশ্য হ্যাটট্রিকের কীর্তি গড়তে পারেননি ফাহাদ। চার ওভারে ১২ রান খরচায় দুই শিকার ধরে প্রথম স্পেল শেষ করেন তিনি। পাওয়ার প্লের পর, দ্বিতীয় স্পেলে দুই ওভার করে দেন ৯ রান। ৩৯তম ওভারে আক্রমণে এসে প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন ফাহাদ। কিন্তু ৬১ রানে থাকা অভিজ্ঞান কুন্ডুর ক্যাচ নিতে পারেননি রিজান। ওই ওভারেই পায়ে টান লাগায় মাঠ ছেড়ে উঠে যান ফাহাদ। শঙ্কা উড়িয়ে ৪৫তম ওভারে আবার বোলিংয়ে ফিরেই দলকে সাফল্য এনে দেন ফাহাদ, কট বিহাইন্ড হন খিলান প্যাটেল। নিজের পরের ওভারে অভিজ্ঞানকে ফিরিয়ে দেন ফাহাদ। বাউন্সারে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিন ছক্কা ও চারটি চারে ৮০ রান করা অভিজ্ঞান। ৪৯তম ওভারে দিপেশ দেভেন্দ্রানকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করার পাশাপাশি ভারতের ইনিংসেরও ইতি টেনে দেন ফাহাদ। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন পেসার ইকবাল হোসেন ও অফ স্পিনার আজিজুল হাকিম। আরেক অফ স্পিনার পারভেজ জীবনের প্রাপ্তি একটি।
