বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত
আইসিসির বিকল্প প্রস্তাব বাংলাদেশের ‘না’
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য বুধবারের মধ্যে চূড়ান্ত হবে বলে যে খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, তা উড়িয়ে দিয়েছে বিসিবি। বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আইসিসি ও বিসিবি সভায় সুনির্দিষ্ট কোনো দিন-তারিখ নিয়ে আলোচনা হয়নি। খবরটি প্রকাশ করেছিল ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য ওয়েবসাইট বলে পরিচিত ইএসপিএনক্রিকইনফো। গত রোববার রাতের ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না, বিশেষ করে টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কি না, তা চূড়ান্ত হতে যাচ্ছে বুধবারের মধ্যে। ঢাকায় গত শনিবারের বৈঠকে বিসিবিকে এই সময়সীমাই বেঁধে দেওয়া হয়েছে উল্লেখ করা হয় ওই খবরে। তবে মিরপুরে গতকাল সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক আমজাদ জানালেন উল্টো কথা। ‘গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সঙ্গে আমাদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে তথ্য আমরা জানিয়ে দেই যে, এই ভেন্যুতে (ভারত) খেলতে আমরা অপারগ এবং বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি। তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। উনারা তখন বলেন যে, এই ব্যাপারগুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এ ব্যাপারে উনারা সুনির্দিষ্টি তারিখ বা কবে নাগাদ জানাবেন, কিছুই বলেননি। শুধুমাত্র জানিয়েছেন, পরবর্তী তারিখটি কবে হবে, আমাদের জানিয়ে দেবেন।’
বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর আইসিসি ও বিসিবির দুই দফায় বৈঠক হয়েছে। গত বুধবার ভিডিও কনফারেন্সে প্রথম দফায় আলোচনা হয়। এরপর শনিবার আইসিসির প্রতিনিধি ঢাকায় আসেন সামনাসামনি কথা বলতে। অনলাইনে সভায় যোগ দেন আইসিসির আরেক প্রতিনিধি। দুটি সভাতেই ভারতের বিশ্বকাপ খেলতে না যেতে আগের অবস্থানেই অনড় থাকার আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। তবে আইসিসিও আরেক দফায় জানিয়ে দেয়, সূচিতে কোনো পরিবর্তন তারা আনবে না।
বৈঠকের পর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, বাংলাদেশের গ্রুপ বদলের সম্ভাব্যতা নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পরিবর্তনের আলোচনা ছিল বিসিবির পক্ষ থেকেই। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের জায়গা বদলের প্রস্তাব দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। তবে সেটিতে রাজি হয়নি আইসিসি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির রাজি না হওয়ার ব্যাপারটি উল্লেখ করা হয়নি। বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০ দলের কাছে আইসিসির স্বাধীন সিকিউরিটি এজেন্সি যে প্রতিবেদন পাঠিয়েছে, সেখানে ভারতের সার্বিক ঝুঁকির পরিমাণ মাঝারি থেকে উঁচু বলে উল্লেখ করা হয়েছে। তবে কোনো সফরকারী দলের প্রতিই সরাসরি ও সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানানো হয়েছে। আগের সভার মতো শনিবারের সভায়ও আইসিসি বারবার বাংলাদেশকে নিশ্চিত করেছে, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি তাদের নেই। এই সভার আলোচনা নিয়ে জানা শোনা আছে, এমন ব্যক্তিদের বরাতে ইএসপিএনক্রিকইনফো লিখেছে, বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই অপেক্ষা করছে আইসিসি। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে বিকল্প দলকে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট ওয়েবসাইটটি। র্যাঙ্কিং অনুযায়ী, সেই দলটি হবে স্কটল্যান্ড। তবে বিসিবি পরিচালক আমজাদের দাবি অনুসারে, এখনও দেয়ালে পিঠ ঠেকে যায়নি বিসিবির।
