ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন শঙ্কা

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আবারও বড় ধাক্কা। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ২০ দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এই পরিস্থিতি তৈরি হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত পাঁচজনের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই পরিস্থিতিতে থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়ার অনেক দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হচ্ছে।