আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ব্যাটার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে বাংলাদেশ। দলের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল টাইগ্রেসরা। সেটার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও। একাধিক বাংলাদেশি ক্রিকেটারের উন্নতি হয়েছে। সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। সেই ম্যাচে ফিফটি করেছিলেন শারমিন আক্তার। এমন ইনিংসে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়েছেন তিনি। এখন ৩৫তম স্থানে আছেন। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান। অভিজ্ঞ শারমিনের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করছেন দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান করার পর আয়ারল্যান্ডের সঙ্গে করেছেন ৩৫ রান। তাতে এই ওপেনার প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন। ৩৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৭০তম স্থানে আছেন তিনি।

সর্বশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করেছেন সোবহানা মোস্তারি। তাতে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২তম স্থানে অবস্থান করছেন তিনি। এ ছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন স্বর্ণা আক্তার। বোলারদের মধ্যে উন্নতি করেছেন ফাহিমা খাতুন। নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নিয়ে এগিয়েছেন ৬ ধাপ। ৩০তম স্থানে আছেন তিনি। একই ম্যাচে চার উইকেট নেওয়া সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ এগিয়ে আছেন ৫৪তম স্থানে। নামিবিয়ার বিপক্ষে ৩টি ও আয়ারল্যান্ড ম্যাচে একটি উইকেট পেয়েছেন রাবেয়া খান। এই লেগ স্পিনার এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে অবস্থান করছেন।