ভারতে যাচ্ছেন শ্যুটার রবিউল
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা রয়েছে দেশের অন্যতম শীর্ষ শ্যুটার রবিউল ইসলামের। তবে ২ থেকে ১৪ ফেব্রুয়ারি নির্ধারিত এই আসরে যোগ দিতে সরকারি অনুমতি (জিও) পেয়েছেন তিনি।
গতকাল বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারত যাওয়ার অনুমতি দিয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন। এই চিঠি ভারতে বাংলাদেশ হাইকমিশন, ঢাকায় ভারতীয় দূতাবাসসহ সংশ্লিষ্ট সব জায়গায় প্রেরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব
মাহবুব উল আলম একজন শুটার ও শুটিং কোচকে অনুমতি দেওয়ার কারণ প্রসঙ্গে বলেন, ‘শুটিং ফেডারেশনকে আমরা টুর্নামেন্টের আয়োজকদের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আশ্বস্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই আমরা অনুমতি প্রদান করেছি।’ বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যায়নি নিরাপত্তার কারণে। এজন্য বিশ্বকাপের মতো আসর খেলছে না তারা।
