রোমাঞ্চকর জয়ে ফাইনালে আলকারাজ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
‘অবিশ্বাস্য প্রত্যাবর্তন’ কথাটা খেলাধুলায় বহুল ব্যবহৃত শব্দ। কিন্তু মেলবোর্নে কার্লোস আলকারাজ যা করলেন, সেটাকে স্রেফ ‘দুর্দান্ত প্রত্যাবর্তন’ বললেও যেন অনেক কম বলা হবে। রীতিমত অসাধ্য সাধন? এতেও ঠিক ফুটে উঠছে না আলকারাজের জয়ের মহিমা। চোট আর অসহ্য শারীরিক যন্ত্রণা সঙ্গী করেও কী এক ম্যাচ খেললেন স্প্যানিশ এই তারকা! পেশির টানের (ক্র্যাম্প) তীব্র যন্ত্রণা সহ্য করে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে আলেকজান্ডার জেভেরেভকে পরাস্ত করলেন আলকারাজ।
