ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

পানির মাধ্যমে হেপাটাইটিস এ ও ই ছড়ায়

মাহতাব আল মামুন স্বপ্নিল
পানির মাধ্যমে হেপাটাইটিস এ ও ই ছড়ায়

দূষিত খাবার ও পানির মাধ্যমে হেপাটাইটিস এ ও ই ছড়ায়। তৃতীয় বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও বড়দের জন্ডিসের প্রধান কারণ হেপাটাইটিস ই ভাইরাস। আমরা যখন ঘরের বাইরে থাকি, তখন খোলা খাবার, পানি, ফলের রস ইত্যাদির উৎস ও বিশুদ্ধতা যাচাই না করে খেতে চাই। ফলে আক্রান্ত হই জন্ডিসে। তাছাড়া শহরে পানি সরবরাহ লাইনে ভাইরাসের সংক্রমণ হয়ে জন্ডিস ছড়িয়ে পড়ার ঘটনাও নতুন কিছু নয়। তাই ফুটিয়ে পানি খাওয়া আর বেছে বুঝে খাবার খাওয়ার কোনো বিকল্প নেই। এতে শুধু হেপাটাইটিস এ এবং ই নয়, টাইফয়েড আর ডায়ারিয়ার মতো আরও অনেক পানিবাহিত রোগ থেকে বাঁচা যাবে।

রক্ত ও ব্যক্তিগত অনৈতিক আচরণের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস বি ও সি ভাইরাস। দূষিত রক্ত গ্রহণ বা দূষিত সিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে অনেকেই নিজের অজান্তে এ রোগে আক্রান্ত হয়ে পড়েন। একই শেভিং রেজার, ব্লেড কিংবা খুর ব্যবহারের মাধ্যমে এ দুটি ভাইরাস ছড়াতে পারে। হেপাটাইটিস বি আক্রান্ত মায়ের সন্তানের জন্মের পরপর বি ভাইরাসে আক্রান্ত হওয়াার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ। তবে মায়ের দুধের মাধ্যমে বি ভাইরাস ছড়ায় না। সামাজিক মেলামেশা যেমন হ্যান্ডশেক বা কোলাকুলি এবং রোগীর ব্যবহার্য সামগ্রী যেমন গ্লাস, জামাকাপড় ইত্যাদির মাধ্যমে এ রোগ ছড়ায় না।

হেপাটাইটিসের উপসর্গ : একিউট হেপাটাইটিসে ক্ষুধামান্দ্য, শরীর ব্যথা, বমির ভাব কিংবা বমি এবং কিছু দিনের মধ্যে প্রস্রাবের রং ও চোখ হলুদ বর্ণ ধারণ করে। এ সময় শরীরে চুলকানি দেখা দিতে পারে। জন্ডিস ক্রমে বেড়ে গিয়ে ধীরে ধীরে কমতে থাকে। ক্রনিক হেপাটাইটিস বা সিরোসিসের প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ রোগীর উপসর্গ থাকে না বললেই চলে। কেউ কেউ দুর্বলতা, অবসন্নতা বা ক্ষুধামান্দ্য অনুভব করতে পারেন। হেপাটাইটিস বি ও সি অনেকাংশই নিরাময়যোগ্য রোগ হলেও অ্যাডভান্সড লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সারে আক্রান্ত না হওয়া পর্যন্ত রোগী প্রায়ই কোনো শারীরিক অসুবিধা অনুভব করেন না। এসব রোগীর পেটে পানি জমে পেট ফুলে যেতে পারে, রক্তবমি বা কালো পায়খানা কিংবা অজ্ঞান হয়ে জীবন ঝুঁকির সম্মুখীন হতে পারে। এ সময় শরীর জীর্ণশীর্ণ হয়ে যায়। আমাদের দেশে অনেকে বিদেশে যাওয়ার প্রাক্কালে রক্ত পরীক্ষার সময় কিংবা রক্ত দিতে গিয়ে বা ভ্যাকসিন দিতে গিয়ে হেপাটাইটিস বি ইনফ্যাকশনের কথা প্রথম জানতে পারেন। তাই হেপাটাইটিস জানতে হলে আপনারা অবশ্যই ওপরে বিশ্লেষিত বিষয়গুলো খেয়াল রাখবেন। ভালো থাকুন।

মাহতাব আল মামুন স্বপ্নিল

অধ্যাপক ও চেয়ারম্যান (লিভার বিভাগ)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যলয়

চেম্বার : ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতাল, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত