ঢাকায় কবিদের জলসায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক

মহানবী (সা.)-এর আগমনী মাস রবিউল আউয়াল উপলক্ষে ঢাকার বায়তুশ শরফে ‘কবিদের জলসায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ শিরোনামে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট (শনিবার) সকাল ১০টায় ফার্মগেটস্থ বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাসিক দ্বীন দুনিয়া সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহর সভাপতিত্বে ও ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কবি, গবেষক ও প্রাবন্ধিক ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন কবি জাকির আবু জাফর, কবি মুজতাহিদ ফারুকি ও কবি-শিল্পী আমিরুল মোমেনিন মানিক।
ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্ম ঈসা শাহেদীর সূচনা বক্তব্যের পর স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি জামাল উদ্দিন বারী, কবি ও সাহিত্য সমালোচক তাজ ইসলাম, কবি গোলাম নবী পান্না, কবি মৃধা আলাউদ্দিন, কবি মুর্শিদ উল আলম, কবি মালেক মাহমুদ, কবি জাফর পাঠান, কবি ফরিদ সাইদ, কবি মোহাম্মদ ইসমাইল, কবি শাহ সিদ্দিক, কবি আমিন আল আসাদ, কবি হুমায়ুন কবির, কবি রবিউল মাশরাফী, কবি ইবনে আবদুর রহমান, কবি মনসুর আজিজ, কবি রহমান মাজিদ, কবি মুহাম্মদ ইসমাঈল মুফিজি, কবি নজরুল ইসলাম মিশা, কবি আলতাফ হোসেন রানা, কবি জাবির জাহিদ, কবি উবায়দুল্লাহ প্রমুখ। কবিদের জলসায় রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীর উপস্থিতি, সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা সবাইকে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যবস্থায় বিরাজিত সত্য ও সুন্দরকে উদ্ভাসিত করার বলিষ্ঠ মাধ্যম কবিতা। ইসলাম কবিতার এই শক্তি ও সৌন্দর্যকে স্বীকৃতি দিয়েছে। মহানবী (সা.) কবিতায় মুগ্ধ হয়ে নিজের গায়ের মূল্যবান চাদর উপহার দিয়ে কবি কাব বিন জুহায়েরকে সম্মানিত করেছিলেন।
