গোনাহ মাফের সহজ আমল
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক
পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে অনেক দোয়া বর্ণিত হয়েছে। এসব আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ মাফের প্রার্থনা করা হয়। এখানে ৪টি দোয়া উল্লেখ করা হলো-
এক. বাংলা উচ্চারণ : রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ান সুর আলাল কওমিল কাফিরিন।
বাংলা অর্থ : হে আমাদের রব, আমাদের ধৈর্যধারণের শক্তি দিন, আমাদের পা স্থির রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। (সুরা বাকারা, আয়াত : ২৫০)
দুই. বাংলা উচ্চারণ : রাব্বানা, লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। রাব্বানা, ওয়া লা তাহমিল আলাইনা ইসরান, কামা হামালতাহু আলাল্লাজিনা মিন কবলিনা। রাব্বানা, ওয়া লা তুহাম্মিল না মা লা তাকতা লানা বিহি। ওয়াফু আন্না, ওয়াগ ফিরলানা, ওয়ার হামনা, আনতা মাওলানা, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।
বাংলা অর্থ : হে আমাদের রব, আমাদের পাকড়াও করবেন না, যদি আমরা ভুলে যাই বা ত্রুটি করি। হে আমাদের রব, আমাদের ওপর ভারি বোঝা চাপাবেন না, যেমন চাপিয়েছিলেন আমাদের পূর্ববর্তীদের ওপর। হে আমাদের রব, আমাদের ওপর এমন দায়িত্বভার অর্পণ করবেন না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের (ত্রুটিগুলো) মার্জনা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। সুতরাং আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। (সুরা বাকারা : ২৮৬)।
তিন. বাংলা উচ্চারণ : রাব্বানা, লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদায়তানা, ওয়া হাব লানা মিল লাদুনকা রহমা। ইন্নাকা আনতাল ওয়াহহাব।
বাংলা অর্থ : হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরগুলো বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সুরা আলে ইমরান : ৮)।
চার. বাংলা উচ্চারণ : রাব্বানা, ইন্নানা আমান্না ফাগফির লানা জুনুবানা, ওয়া কিনা আজাবান নার।
বাংলা অর্থ : হে আমাদের রব, আমরা ঈমান এনেছি। সুতরাং আমাদের পাপরাশি ক্ষমা করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। (সুরা আলে ইমরান : ১৬)।
