সুফিকোষ
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (বাকারা : ১৯৫; আলে ইমরান : ১৩৪ ও ১৪৮; মায়িদা : ১৩ ও ৯৩)। আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। (তওবা : ১০৮)। আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। (বাকারা : ২২২)। আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন। (আলে ইমরান : ৭৬; তওবা : ৪ ও ৭)। আল্লাহ ধর্যশীলদের ভালোবাসেন। (আলে ইমরান : ১৪৬)। আল্লাহ (তাঁর উপর) নির্ভরকারীদের ভালোবাসেন। (আলে ইমরান : ১৫৯)। আল্লাহ ন্যয়নিষ্ঠদের ভালোবাসেন। (মায়িদা : ৪২; হুজুরাত : ৯; মুমতাহিনা : ৮)। আল্লাহ মুজাহিদদের ভালোবাসেন। (ছফ : ৪)। আমি (আল্লাহ) তার মাঝে ভালোবাসা দিয়েছি। (তহা : ৩৯)। খোদা প্রাপ্তির পথপরিক্রমা হলো: সত্যতা, পবিত্রতা ও প্রেমিকতা।
ভালোবাসার ভুলভ্রান্তি : কল্যাণকর বস্তু নয় বরং অকল্যাণকর বস্তুকে ভালোবাসা (ভ্রান্তি)। (বাকারা : ২১৬)। অন্যায় ভালোবাসায় প্ররোচনা (বিভ্রান্তি উদ্রেককারী)। (ইউসুফ : ৩০)। ভালোবাসার কারণে প্রতিহিংসা করা ও প্রতিশোধ গ্রহণ করা অন্যায়। (ইউসুফ : ৮)।
ভালোবাসার অসার দাবি : অকৃতজ্ঞ অবিশ্বাসী কাফিররা বলে, ‘আমরা আল্লাহর ভালোবাসার পাত্র।’ (মায়িদা : ১৮)। প্রকৃত ভালোবাসার দাবি হলো বিশ্বাস ও কৃতজ্ঞতা। সবর ও শোকর তথা ধৈর্য ও কৃতার্থতা।
ভালোবাসা নানান প্রসঙ্গ : ঈমান বা বিশ্বাস ভালোবাসার বীজ। (ইয়াছীন : ৩৩)। ঈমান, বিশ্বাস ও ভালোবাসার বীজ রয়েছে সুউজ্জ্বল গ্রন্থে (কুরআন কারীমে)। (আনআম : ৫৯)। ভালোবাসার (বিন্দু) শরিষা দানা সম (তা অঙ্কুরিত ও বিকশিত হয়)। (আম্বিয়া : ৪৭)। তিনি (আল্লাহ) বিশ্বাস ও ভালোবাসার অঙ্কুরোদগম ঘটান। (আনআম : ৯৫; নাবা : ১৪ ও ১৬; কাফ : ৯; আবাছা : ২৫-২৭)। তিনি (আল্লাহ) ভালোবাসার বীজকে (বিশ্বাস ও ভালোবাায় সিক্ত আমলকে) সপ্ত শতক প্রবৃদ্ধি ঘটান। (বাকারা : ২৬১)। খোসাযুক্ত (অন্তরে) ভালোবাসা ও উম্মুক্ত (প্রকাশ্যে) ভালোবাসা (সৃষ্টির ভেদ রহস্য)। (আর রহমান : ১২; আনআম : ৯৯)।
বি. দ্র : লেখকের বানান হুবহু রাখা হয়েছে।
