ঢাকা ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেষ দিনের খেলায় ৫৮ রানে ভাঙলো ওপেনিং জুটি

শেষ দিনের খেলায় ৫৮ রানে ভাঙলো ওপেনিং জুটি

পাকিস্তানের ছুড়ে দেওয়া মাত্র ১৮৫ রানের ছোট লক্ষ্য তাড়ায় হাত খুলে খেলছিল বাংলাদেশ। গতকাল আলোকস্বল্পতা এবং বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়া আগ পর্যন্ত ৭ ওভার ব্যাট করে ৪২ রান তুলে ফেলেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান।পঞ্চম দিনের শুরুতে দেখেশুনে খেলতে থাকলেও উইকেট বাঁচাতে পারেননি ওপেনার জাকির হাসান। ৩৯ বলে ৪০ রান করে মীর হামজার বলে বোল্ড আউট হন এই বাংলাদেশি ব্যাটসম্যান।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হওয়ার বাংলাদেশকে ২৬২ রানে থামিয়ে ছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি তারা। ১৭২ রান তুলতেই অলআউট হয়েছে স্বাগতিকরা। এতে ১৮৫ রানের সহজ লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৫৮ রান। সাদমান ১৬ রান আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ০ রানে।

আবা/এসআর/২৪

খেলা,জুটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত