হোয়াইটওয়াশে শেষ বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:২২ | অনলাইন সংস্করণ

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সিলেটে হোয়াইটওয়াশ আর এড়াতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। আইরিশদের কাছে ৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার ষোল কলা পূর্ণ করেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি টাইগ্রেসদের জন্য মান বাঁচানোর লড়াই।

অন্যদিকে সিরিজ নিশ্চিত করা আইরিশ মেয়েরা ফুরফুরে মেজাজে মাঠে নেমেছে। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৩ রানের স্বল্প পুঁজি পায় টাইগ্রেস মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। তাতে তিন ম্যাচ সিরিজে ৩-০ জিতে টাইগ্রেসদের হোয়াইটওয়াশ করল আইরিশরা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪ ওভারেই ৩৩ রান তুলে ফেলে। তবে থিতু হয়ে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ইনিংসের পঞ্চম ওভারে মুরশিদার উইকেট হারায় টাইগ্রেসরা। প্রেন্ডারগাস্ট হাতে ফিরতি ক্যাচ দেওয়ার আগে মুর্শিদার ব্যাটে আসে ১২ রান।

তবে ওয়ান ডাউনে নামা শারমিনের সঙ্গে দারুণ এক জুটি গড়েন সোবহানা। মাত্র ৫৮ বলে ৭১ রান যোগ করে এই জুটি। ফলে বাংলাদেশ বড় স্কোরের সুবাস পাচ্ছিল। কিন্তু শারমিনের বিদায়ে ভাঙে এই জুটি। ৩৩ বলে ৪ চারে ৩৪ রান করে ম্যাগুয়েরের শিকারে পরিণত হন শারমিন। 

শারমিনের বিদায়ের পর সোবহানাও আর বেশিক্ষণ টেকেননি। পরের ওভারে বল হাতে ফিরেই সোবহানাকে ফেরান ম্যাগুয়ের। ৪৩ বলে ৬ চারে ৪৫ রান করেন এই ওপেনার। এরপর দুই অঙ্কের ঘরে আর কোন ব্যাটার পৌঁছতে পারেনি। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে হারিয়ে ১২৩ রান করে টাইগ্রেসরা।