ফিফার বিশ্বসেরা একাদশে নেই মেসি-রোনালদো

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ | অনলাইন সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

এইতো দুই-এক বছর আগেও সেরাদের কোনো তালিকা করা হলে থাকত মেসির নাম। কিন্তু এরপর থেকে এক এক করে সেরাদের তালিকা থেকে বাদ পড়েই যাচ্ছেন মেসি। দীর্ঘ ১৭ বছর পর লিওনেল মেসিকে ছাড়াই গঠিত হলো ফিফার বর্ষসেরা একাদশ।

সোমবার (৯ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনের (ফিফপ্রো)।

মেসি একাই নন, সেরা ১১ জনের দলে জায়গা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদোও। এর আগে গেল মৌসুমের ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি যুগের দুই কিংবদন্তি।

মেসি-রোনালদো অবশ্য শিরোনাম হয়েছিলেন ফিফপ্রো সেরা একাদশের জন্য ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম দিয়েই। কারণ, ইউরোপের বাইরে খেলা ফুটবলারদের মধ্যে কেবল এই দুজনই তালিকায় জায়গা পেয়েছিলেন।

২০০৬ সাল থেকে টানা ১৭ বছর ফিফপ্রোর সেরা একাদশে জায়গা পেয়েছিলেন মেসি। তাই বলা যায়, মেসিবিহীন ফিফপ্রোর নতুন ভার্সন শুরু হলো ২০২৪ সাল থেকে। এই ভার্সনে মেসির জায়গা দখল করেছেন আরলিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়ররা।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (পুরুষ)

গোলরক্ষক: এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), অ্যান্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (নারী)

গোলরক্ষক: মেরি ইয়ার্পস (ম্যান ইউনাইটেড/পিএসজি, ইংল্যান্ড)

ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ (বার্সেলোনা/চেলসি, ইংল্যান্ড), ওলগা কারমোনা (রিয়াল মাদ্রিদ, স্পেন), অ্যালেক্স গ্রিনউড (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড)

মিডফিল্ডার: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন), অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা, স্পেন), কিরা ওয়ালশ (বার্সেলোনা, ইংল্যান্ড)

ফরোয়ার্ড: বারব্রা বান্দা (শাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, জাম্বিয়া), লিন্ডা কাইসেদো (রিয়াল মাদ্রিদ, কলম্বিয়া), লরেন জেমস (চেলসি, ইংল্যান্ড), মার্তা (অরল্যান্ডো প্রাইড, ব্রাজিল)। 

উল্লেখ্য, ৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে প্রতি বছরের সেরা একাদশ ঘোষণা করে ফিফপ্রো। সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়ালের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

 

আবা/এসআর/২৪