ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ সফর স্থগিত করলো ভারত

বাংলাদেশ সফর স্থগিত করলো ভারত

বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে না আসার যে গুঞ্জনটা শোনা যাচ্ছিল তা সত্যি হলো। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে ভারত। তবে বাতিল হয়নি। ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে নতুন সফরসূচি।

চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। এই সিরিজে রয়েছে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি।

তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের বোর্ড আলোচনা করে সিরিজটি পেছানোর ব্যাপারে সম্মত হয়েছে। নতুন সফরসূচির তারিখ এবং ফিকশ্চার পরে জানানো হবে।

প্রাথমিকভাবে ৭ জুলাই (সোমবার) ছিল টেকনিক্যাল বিডিংয়ের দিন, আর ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল আর্থিক বিডিং।

ভারতের অভ্যন্তরীণ পরিবেশও বাংলাদেশের সফরের পক্ষে অনুকূল নয়। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

আবা/এসআর/২৫

বাংলাদেশ,সফর,ভারত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত