ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘বিশ্বাস রাখুন, নিরাশ করব না’

‘বিশ্বাস রাখুন, নিরাশ করব না’

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো তারা এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এই ঐতিহাসিক অর্জনের পর রোববার দিবাগত রাত ২টার দিকে দেশে ফেরে তারা। রাতেই রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে তাদের জন্য আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিলে নেওয়া হয় দলকে। রাত ৩টা ১৫ মিনিটে তারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

মিয়ানমারের বিপক্ষে দুই গোল করে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখা ঋতুপর্ণা চাকমা দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে তাদের ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে।

ঋতুপর্ণা বলেন, ‘এই সফলতা শুধু আমার একার নয়, পুরো দলের পরিশ্রমের ফল। আমরা কঠিন সময়েও লড়াই করতে শিখেছি। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। ইনশাআল্লাহ আমরা বিশ্বমঞ্চেও বাংলাদেশকে নিয়ে যেতে পারবো।’

দলের কোচ পিটার বাটলার বাংলায় ‘আসসালামু আলাইকুম’ বলে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এই জয় হতো না যদি মেয়েরা নিজেদের সবটুকু উজাড় করে না দিতো। এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, গোটা দেশের গর্বের। বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছে, তারা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই।

নারী ফুটবল,ইতিহাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত