ঢাকা বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

লঙ্কানদের কাছে সিরিজ হারলো টাইগাররা

লঙ্কানদের কাছে সিরিজ হারলো টাইগাররা

প্রথম ম্যাচে হার দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলো বাংলাদেশ দল। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ খুঁইয়েছে টাইগাররা।

পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১২৪ রান করেছেন কুশল মেন্ডিস। জবাবে খেলতে নেমে ৩৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

২৮৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রান তুললেও সেই ধারা অব্যাহত রাখতে পারেনি টাইগাররা। তৃতীয় ওভারের শেষ বলে ফিরেছেন তানজিদ হাসান তামিম। ১৩ বলে ১৭ রান করা এই ওপেনারকে বোল্ড করেছেন আসিথা ফার্নান্দো। তাতে ১৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

২০ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইমন ও তাওহিদ হৃদয়। দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না ইমন।

ইমন ফেরার পর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন হৃদয়। উইকেটে এসে শুরু থেকেই শট খেলা মিরাজ ভালো শুরু করেছিলেন। তার ইতিবাচক ব্যাটিংয়ে গিয়ার খেলার মোড় ঘুরে যেতে পারতো। তবে হঠাৎ বাজে এক শট খেলে আউট হয়েছেন তিনি। ২৫ বলে ২৮ রান করেছেন অধিনায়ক।

বাকিদের ব্যর্থতার মাঝেও এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয়। ৭৫ বলে স্পর্শ করেন ব্যক্তিগত ফিফটি। তবে মাইলফলক ছোঁয়ার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। দুশমন্থা চামিরার দুর্দান্ত এক ইনসুইংয়ে বোল্ড হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৭৮ বলে ৫১ রান।

১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ। স্ট্যাটাস পাওয়ার তিন দশকের কাছাকাছি থাকলেও এখনও শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার লঙ্কায় ওয়ানডে সিরিজ জয়ের খরা কাটানোর সুযোগ পেয়েছিল টাইগাররা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি শান্ত-মিরাজরা। বিপরীতে ঘরের মাঠে দাপট দেখিয়ে টেস্টর পর ওয়ানডে সিরিজও ঘরে তুললো শ্রীলঙ্কা।

আবা/এসআর/২৫

লঙ্কান,সিরিজ,হার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত