বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আর্ন্তজাতিক ক্রিকেটেও ব্যাপক সুনাম রয়েছে। দীর্ঘ দিন তিন ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডারের সিংহাসন দখলে রেখেছিলেন। তবে প্রায় ১০ মাস ধরে দেশের বাহিরে রয়েছেন টাইগারদের সাবেক এ অধিনায়ক। রাজনৈতিক কারণে দীর্ঘদিন লাল সবুজ জার্সিতে খেলা হচ্ছে না তার। ফলে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকের-ই প্রশ্ন সাকিব কি ফিরতে পারবেন দেশের জার্সিতে। এবার সেই অনিশ্চয়তার জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়ে দিয়েছেন, সাকিবের জন্য এখনও বোর্ডের দরজা খোলা। তিনি বলেছেন, ‘সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। ১০০ বছরে এমন ১-২ জন খেলোয়াড়ই আসে। ব্যাটিং, বোলিং কিংবা অলরাউন্ড পারফরম্যান্স-সবদিক দিয়ে সে এখনও জাতীয় দলে খেলার মতো উপযুক্ত।’ সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মিঠুর সোজাসাপ্টা জবাব, ‘তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি আলাদা বিষয়। আমরা কেবল ক্রিকেটার সাকিবকে নিয়েই ভাবছি।’ ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশনের খড়গে পড়েছিলেন সাকিব। তবে সম্প্রতি নিজের বোলিং অ্যাকশন শুধরে অংশ নিয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। যদিও সেখানে পারফরম্যান্স ভালো ছিল না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একটি লিগে খেলছেন তিনি। পারফরম্যান্স প্রত্যাশিত না হলেও অভিজ্ঞতা ও দক্ষতার বিচারে এখনও তার জাতীয় দলে অবদান রাখার মতো সামর্থ্য আছে বলে মনে করছেন বিসিবির এই পরিচালক, ‘অ্যাকশন শোধরানোর পর সে একটা টুর্নামেন্ট খেলেছে। আরও ১-২টা টুর্নামেন্ট খেললে নির্বাচকরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটারকে পরিকল্পনার বাইরে রাখা সম্ভব না। তাকে বাদ দিয়ে দেওয়া যাবে না।’