ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

সাকিবকে ফেরানোর ভাবনায় বিসিবি

সাকিবকে ফেরানোর ভাবনায় বিসিবি

ক্রিকেটের বাইশ গজে রীতিমত ধুকছে পঞ্চপা-ব বিহীন বাংলাদেশ দল। কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ ম্যাচেও হারের তোতা স্বাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এমন দুঃসময়ে আশার আলো জ্বালালেন দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাহিরে থাকা সাকিব আল হাসান। রাজনৈতিক বিতর্কে এ অলরাউন্ডার দেশে ফিরতে পারছেন না প্রায় বছর গড়িয়ে যাচ্ছে। দেশের জার্সিতে না খেলতে পারলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব। সেখানে নিজের কারিশমা দেখাতে পারছিলেন না তিনি। অবশেষে ব্যাটে বলে জ্বলে উঠলেন এ অলরাউন্ডার। প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে খেলতে নেমেই চমক দেখালেন সাকিব। ৩৪ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। সবমিলিয়ে ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। ব্যাটিংয়ে ঝলক দেখানোর পর বল হাতেও সেই চিরচেনা রুপে ফিরেছেন সাকিব। চার ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় উইকেট শিকার করেছেন চারটি। গ্লোবাল সুপার লিগে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ফের আলোচনায় সাকিব। তাকে জাতীয় দলে ফেরানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। এবার সে গুঞ্জনের পালে হাওয়া দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু। গতকাল শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু বলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে।’

তবে ৩৮ বছরের সাকিবকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী এই বিসিবি পরিচালক, ‘আগে কীভাবে চলেছে জানি না, কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’ প্রসঙ্গত, স্বৈরাচারী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সর্বশেষ সংসদ নির্বাচনে অংশ নেন সাকিব। পরে মাগুরা থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশে ফেরেননি আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অলরাউন্ডার। সাকিবের বিরুদ্ধে দেশে হত্যা মামলা এবং আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগ রয়েছে। আর অভ্যুত্থান চলাকালে তার নীরব ভূমিকা ব্যাপক সমালোচিত হওয়ার পর ফেসবুকে এক খোলা চিঠির মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

বিসিবি,সাকিব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত