লর্ডস টেস্টের চতুর্থ দিনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে ম্যাচের চতুর্থ দিনের পঞ্চম ওভারে। ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করার পর সিরাজ উত্তেজনায় বাউন্সার উদযাপন করতে গিয়ে ডাকেটের খুব কাছাকাছি চলে যান এবং তাকে হালকা ধাক্কা দেন। মাঠে এমন আচরণকে ক্রিকেটের আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচনা করে শাস্তি দেওয়া হয়।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আউট করার পর সিরাজ ব্যাটারের খুব কাছাকাছি গিয়ে উদযাপন করেন এবং লর্ডসের লং রুমের দিকে হাঁটার সময় ডাকেটের সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন। এটি আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী অপরাধ।’
ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ মার্কাস ট্রেস্কোথিক বিষয়টি নিয়ে বিবিসিকে বলেন, ‘খুব প্রতিযোগিতামূলক পরিবেশে এমন কিছু সীমা আছে, যেটা পেরোনো উচিত নয়। দুই দলই জয় নিয়ে আবেগী থাকে। তবে শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, দুই বছরের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হলে সেটি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং সংশ্লিষ্ট খেলোয়াড় নিষিদ্ধ হন। ফলে সিরাজের জন্য এখন থেকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।