ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়

লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়

ভারতের সামনে লক্ষ্য খুব বড় ছিল না। ইংল্যান্ডের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লর্ডস টেস্টে শেষ সেশনে এসে ২২ রানের ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বেন স্টোকসের দল।

লক্ষ্য খুব বড় ছিল না, মোটে ১৯৩ রানের। কিন্তু আগের দিনই ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে ছিল ভারত। লর্ডসে পঞ্চম দিনের পিচে জোফরা আর্চার, বেন স্টোকসদের আগুনে গোলার সামনে পড়তে হবে। ভারতের জন্য বাকি ১৩৫ রান করা কঠিন হবে, অনুমান করা যাচ্ছিল আগেই। শেষ পর্যন্ত সেটাই হলো। পারলো না ভারত।

৪ উইকেটে ৫৮ রান নিয়ে খেলতে নেমে প্রথম ঘণ্টায়ই আরও ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। ৯ রানে আর্চারের দুর্দান্ত এক বলে বোল্ড হন রিশাভ পান্ত। ৩৯ করা লোকেশ রাহুলকে এলবিডব্লিউ করেন স্টোকস। পরের ওভারে ওয়াশিংটন সুন্দরকে ০ রানেই ফিরতি ক্যাচ বানান আর্চার। নিতিশ কুমার রেড্ডি করেন ১৩।

১১২ রানে ৮ উইকেট হারায় ভারত। কিন্তু জাদেজা নবম আর দশম উইকেটে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন। যদিও শেষ রক্ষা হয়নি।

লর্ডস টেস্টে প্রথম ইনিংসে কাকতালীয়ভাবে দুই দলই করেছিল ৩৮৭। দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড। অপরদিকে ভারত থামলো ১৭০ রানে।

আবা/এসআর/২৫

লর্ডস টেস্ট,জয়,ইংল্যান্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত