ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না: কোচ সালাউদ্দিন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এসব প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘বাংলাদেশ দল আমার বাপ-দাদার সম্পত্তি না।’

মঙ্গলবার (১৫ জুলাই) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘দেখুন, কেউ ভালো না করলে সমালোচনা হবেই। এটা স্বাভাবিক। তবে আমি নিজের জায়গা থেকে শতভাগ দিচ্ছি কিনা, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এসময় যেকোনো স্তরের দল নিয়ে কাজ করতেও প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যদি কালকে বলে যায়, তুমি ১৩ বছর বয়সী ছেলেদের কোচিং করাও—তাতেও আমার কোনো সমস্যা নেই। জাতীয় দলের কোচিংটাই যেন শেষ কথা, এমন ভাবনা আমার নেই।’

সালাউদ্দিন আরও বলেন, ‘কোচদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়, তা যদি লিখিত আকারে দেওয়া হতো, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হতো। যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা শোধরানোর সুযোগ থাকতো।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে সালাউদ্দিন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। প্রথমে তার চুক্তি ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। পরবর্তীতে এই মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।

কোচ সালাউদ্দিন,বাপ-দাদার সম্পত্তি,বাংলাদেশ দল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত