ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীলঙ্কায় ঐতিহাসিক সিরিজ জয়, জুলাই শহীদদের উৎসর্গ করলেন লিটন

শ্রীলঙ্কায় ঐতিহাসিক সিরিজ জয়, জুলাই শহীদদের উৎসর্গ করলেন লিটন

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো লঙ্কানদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। স্মরণীয় এই জয় ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি উৎসর্গ করেছেন দলের অধিনায়ক লিটন দাস।

বুধবার (১৬ জুলাই) সিরিজ জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।’

অধিনায়ক হিসেবে অনুভূতি প্রকাশ করে লিটন আরও বলেন, ‘যেকোনো সিরিজ জয়ই বিশেষ কিছু। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে সিরিজ জিততে পেরেছি।’

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের কথা স্মরণ করে লিটন বলেন, ‘দুই সিরিজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারানো যেমন চ্যালেঞ্জ ছিল, শ্রীলঙ্কাতেও ঠিক তেমনটাই ছিল।’

শেষ ম্যাচে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৩২ রান করে। পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ৪৬ রান। বাংলাদেশের শেখ মেহেদি বল হাতে ঝলক দেখান, নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচ এবং সিরিজের নায়ক তানজিদ হাসান তামিম অপরাজিত ৭৩ রান করেন।

এই জয়ে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে নতুন ইতিহাস লিখল।

শহীদদের উৎসর্গ,লিটন,ঐতিহাসিক সিরিজ জয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত