বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। এই সিরিজ সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কা সফর শেষে টি-টোয়েন্টি সিরিজ জয় করে বৃহস্পতিবার দেশে ফিরেছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে বিশ্রামের সময় না দিয়েই আগামীকাল থেকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু করবে টাইগাররা।
বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কায় খেলা সিরিজজয়ী স্কোয়াডের ওপরই ভরসা রাখা হয়েছে। নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে শ্রীলঙ্কা সিরিজের আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ জানিয়েছে, সিরিজের প্রতিটি ম্যাচ বিকেল ৩টায় শুরু হবে। দর্শকদের জন্য টিকিট বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে। মিরপুর স্টেডিয়াম ও অনলাইন প্ল্যাটফর্মে মিলছে টিকিট।
এদিকে পাকিস্তানও পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে এসেছে। দুই দলের মধ্যে জমজমাট লড়াই আশা করছে ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশের ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন।