গ্লোবাল সুপার লিগের শ্বাসরুদ্ধকর ম্যাচে এক ওভারে পাঁচটি ছক্কা মেরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ফাইনালে তুলেছেন শিমরন হেটমায়ার। বুধবার অনুষ্ঠিত ম্যাচে হোবার্ট হারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে রংপুর রাইডার্সের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে গায়ানা।
১২৬ রানের টার্গেটে নেমে গায়ানা ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সেখান থেকেই হেটমায়ার মাত্র ১০ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বিশেষ করে ম্যাচের দশম ওভারে ফিন অ্যালেনের এক ওভারে পাঁচ ছক্কা ও দুই রানসহ মোট ৩২ রান নেন তিনি।
ওভারের প্রথম বলেই লং অনের ওপর ছক্কা মারেন হেটমায়ার। দ্বিতীয় বল ক্যাচ উঠলেও ওডিন স্মিথ হাতছাড়া করেন, যা চার হয়ে যায়। এরপর তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে তিনটি ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন হেটমায়ার।
হেটমায়ারের দুর্দান্ত ইনিংসে ভর করে ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।