ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। টানা চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে স্বাগতিকরা।

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত ভেন্যু বদলে আজকের ম্যাচটি হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। ম্যাচটি দর্শকশূন্য অবস্থায় অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভুটান সমতায় ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আরও দুটি গোল পায় লাল-সবুজের মেয়েরা। যদিও একটি পেনাল্টি থেকে গোল মিস করে বাংলাদেশ।

চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। দুই দলই জিতলে আগামী ২১ জুলাই বাংলাদেশ-নেপাল ম্যাচটি হয়ে উঠবে টুর্নামেন্টের অলিখিত ফাইনাল।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল। ঐ ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেন শান্তি মারডি।

শীর্ষে বাংলাদেশ,ভুটানকে ৩-০ গোলে হারিয়ে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত