শ্রীলঙ্কা সফর শেষ করে মাত্রই দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বিশ্রামের বেশি সুযোগ নেই। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে আজ শুক্রবার (১৮ জুলাই) থেকে শুরু হয়েছে অনুশীলন।
তবে প্রথম দিন পুরো দল মাঠে না নামলেও, মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে দেখা গেছে ওপেনার নাঈম শেখ এবং জাকের আলি অনিককে।
ব্যক্তিগত ব্যাটিং অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাঈম শেখ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের ঘরের মাঠে সবসময় নিজেদের এগিয়ে রাখি। এবারও নিজেদের এগিয়ে রাখছি। এখন যে জয়ের ধারায় আছি, সেটা ধরে রাখতে পারলে আগের মতো দর্শকদের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ ও উন্মাদনাও থাকবে।’
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হওয়ার প্রসঙ্গে নাঈম শেখ বলেন, ‘সত্যি কথা বলতে, পাকিস্তান সফরে আমি ছিলাম না। তবে ওখানে আমাদের দল বেশিরভাগ ম্যাচেই বড় রান তুলেছে—১৯০, ২০০-এর মতো। তবে বোলিংটা সেভাবে হয়নি। শ্রীলঙ্কা সিরিজে কিন্তু সেটা অনেক ভালো ছিল। এখন বোলাররা মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে।’
তিনি আরও যোগ করেন, “আমরা ঘরের মাঠের সুবিধা নিতে চাই। যেহেতু মিরপুর সম্পর্কে সবাই জানি, এখানকার কন্ডিশন আমাদের ভালো জানা আছে। আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিচ্ছি, দলের জয়ের ধারাটা ধরে রাখার চেষ্টা করব। অতীতে যা হয়েছে, তা ভুলে গিয়ে সামনে তাকাতে হবে।”
নাঈমের মতে, দলের মধ্যে এখন ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন, ‘দলের অবস্থা খুব ভালো। এখন শুধু এই ধারাবাহিকতা বজায় রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’