দাপুটে পারফরম্যান্সে ইতিহাস গড়ে এএফসি এশিয়ান কাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। তবে ছেলেরা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়েতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই প্রস্তুতিতে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে ইউরোপেরসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনার কথা জানিয়েছিল বাফুফে। শ্রীলঙ্কায় তিন জাতির টুর্নামেন্টও ছিল আলোচনায়। বাফুফে জাতীয় দল কমিটির সভায় সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশ দলকে ইউরোপের কোনো দলের সঙ্গে খেলানোর পরিকল্পনার কথা বলেছিল। তারা ইউরোপ, আফ্রিকা, এশিয়ার ২৭টি দেশের সঙ্গে যোগাযোগও করে। ইউরোপ ও আফ্রিকার দেশগুলো ওই সময়ে বিশ্বকাপ বাছাইয়ের খেলা থাকায় অপারগতা জানায়। ফাঁকে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট খেলতে প্রাথমিকভাবে সম্মত থাকলেও পরবর্তীতে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন সেই পরিকল্পনা পরিবর্তন করলে আবার পরিস্থিতি পাল্টে যায়।
বাফুফে ১৮ জুন নেপালের সঙ্গে খেলার আমন্ত্রণ পাঠায়। দুই পক্ষের মধ্যে আলোচনার পর ২ জুলাই আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ দুই ম্যাচ খেলার সম্মতি দেয়। নেপাল ম্যাচ খেলার সম্মতি দেওয়ার পর ভিয়েতনাম ১১ জুলাই বাফুফেকে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলার আমন্ত্রণ জানায়। তখন সংকটে পড়ে বাফুফে। ৯ অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলার আগে শক্তিশালী ভিয়েতনামের সঙ্গে খেলার জন্য এগোয় তারা। নেপালের সঙ্গে সূচি চূড়ান্ত হওয়ায় তারা চেষ্টা করেছিল কম্বোডিয়াকে নেপালে এনে খেলানোর ব্যবস্থা করতে। তবে কম্বোডিয়া কাঠমান্ডুতে যেতে আগ্রহী না হওয়ায় বাফুফে আর ভিয়েতনামের সঙ্গে খেলার বিষয়টি এগোতে পারেনি।
কাউকে না পেয়ে নেপালের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে দুটি ম্যাচ খেলা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ফিফা র?্যাংকিংয়ে নেপাল আছে ১৭৬তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৮৪ নম্বরে। প্রতিপক্ষ নেপাল হলেও ম্যাচ দুটি সহজ হওয়ার কথা নয়। সেই দুই ম্যাচে পাওয়া যাবে না হামজা চৌধুরী ও সামিত সোমকে। শেফিল্ড ইউনাইটেড থেকে লিস্টার সিটিতে ফিরে যাওয়া হামজা এখন ব্যস্ত দলটির প্রাক মৌসুম প্রস্তুতিতে। আর কানাডিয়ান লিগে খেলা সামিতের ম্যাচ থাকবে সেপ্টেম্বরে। তাছাড়া জাতীয় দলের প্রীতি ম্যাচের জন্য ক্লাবগুলোর খেলোয়াড় ছাড়ার বাধ্যবাধকতাও নেই ফিফার। হামজা ও সামিতকে না পাওয়া নিয়ে বাফুফের সভা শেষে জাতীয় দল কমিটির সদস্য ছাইদ হাসান কানন জানিয়েছেন, ‘হামজা-সামিতদের নিয়ে সব ম্যাচই খেলতে চাইব আমরা। তবে সেই সময়টায় ওরা দুজন ব্যস্ত থাকবে। নেপালের বিপক্ষে খেলতে পারবে না এজন্য।’