ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘ওরা আমাদের বাচ্চা, ওদের জন্য প্রার্থনা করি’: বিমান বিধ্বস্তের ঘটনায় তামিম

‘ওরা আমাদের বাচ্চা, ওদের জন্য প্রার্থনা করি’: বিমান বিধ্বস্তের ঘটনায় তামিম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। হৃদয়বিদারক এ ঘটনায় একজন নিহত এবং আগুনে দগ্ধ হয়ে অন্তত ২৬ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই ‘এফ-৭ বিজিআই’ মডেলের যুদ্ধবিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়।

এ সময় শ্রেণিকক্ষে চলছিল প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস। বিকট শব্দ, আগুনের গোলা ও ধোঁয়ায় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

এ দুর্ঘটনার পরপরই বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি বার্তা দেন। প্রথমটিতে তিনি হতাহতদের জন্য দোয়া চান। এরপর আরেকটি বার্তায় গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানান।

বার্তায় তিনি বলেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। সংবাদকর্মীদের অনুরোধ করছি, দয়া করে আহত বাচ্চাদের রক্তাক্ত ছবি ও ভিডিও সরাসরি সম্প্রচার করবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’

তামিমের মতোই শোক ও দোয়া জানিয়েছেন জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও। বার্তা দিয়েছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি।

উদ্ধার কাজে যুক্ত হয়েছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সঙ্গে দুই প্লাটুন বিজিবিও। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ শিক্ষার্থীর শরীরই পুড়ে গেছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এই দুর্ঘটনা গোটা জাতিকে নাড়া দিয়েছে—সবার কণ্ঠে এখন একটাই প্রার্থনা: যেন এই ছোট ছোট জীবনগুলো বাঁচিয়ে রাখা যায়।

তামিম,বিমান বিধ্বস্ত,প্রার্থনা,ওরা আমাদের বাচ্চা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত