ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বিমান দুর্ঘটনায় বাংলাদেশ-নেপাল ম্যাচ শুরুর আগে নীরবতা পালন

বিমান দুর্ঘটনায় বাংলাদেশ-নেপাল ম্যাচ শুরুর আগে নীরবতা পালন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গন। এই শোককে সম্মান জানিয়ে সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ-নেপাল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মাইলস্টোনের দুর্ঘটনা দেশের নাগরিক সমাজের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও গভীরভাবে নাড়া দিয়েছে। বাফুফে, বিসিবি, কাবাডি ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্রীড়াবিদরা শোক জানিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নীরবতা পালনের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে শোক বার্তাও প্রকাশ করেছে। তবে বাংলাদেশের নারী ফুটবলারদের কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়নি।

এদিন সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটি কার্যত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের অঘোষিত ফাইনালে রূপ নেয়। কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ড্র করলেই চ্যাম্পিয়ন, অন্যদিকে জিতলে ট্রফি উঠবে নেপালের হাতে। এমন উত্তেজনাপূর্ণ সমীকরণ নিয়েই মাঠে নামে দুই দল।

বাংলাদেশের কোচ পিটার বাটলার এদিন পূর্ণ শক্তির একাদশ নামান। দলে ছিলেন অধিনায়ক আফিদা খন্দকার, স্বপ্না রাণী এবং সাসপেনশন কাটিয়ে ফেরা সাগরিকা। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বাফুফে সভাপতি, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব ও সাফ সাধারণ সম্পাদক।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, নবারুন, জয়নব বিবি, স্বপ্না রাণী, ঐশী খাতুন, সাগরিকা, উমহেলা মারমা, মুনকি আক্তার, পূজা দাশ ও শান্তি মারডি।

ম্যাচ শেষে ফলাফল যা-ই হোক না কেন, এই দিনের সূচনা হয়ে থাকবে এক গভীর শোক আর শ্রদ্ধার মাধ্যমে।

নীরবতা পালন,বাংলাদেশ-নেপাল ম্যাচ,বিমান দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত