ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ফিরেই ৪ গোল সাগরিকার, অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ 

ফিরেই ৪ গোল সাগরিকার, অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ 

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে দুর্দান্ত এক ম্যাচ খেলল বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় এনে দিয়েছেন দলের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। একাই চার গোল করে ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি।

এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা।

নিষেধাজ্ঞার কারণে টানা তিন ম্যাচ বাইরে ছিলেন সাগরিকা। ফিরলেন ঠিক সবার নজর কাড়ার মতো করে—সরাসরি চার গোল করে। প্রথমার্ধে একটি, দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করেন এই তরুণী স্ট্রাইকার। এটি ছিল তার টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সাগরিকা। এরপরই নেপালের বিপক্ষে আগের ম্যাচে হাতাহাতির ঘটনায় লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ হন। কিন্তু ফিরেই আবার গোলের ফুলঝুড়ি।

৮ মিনিটে মিডফিল্ড থেকে থ্রু বল পেয়ে একক প্রচেষ্টায় গোল করে এগিয়ে নেন দলকে। ৫২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে করেন দ্বিতীয় গোল। ৫৭ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। এরপর ৭৬ মিনিটে নিজের চতুর্থ গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের দাপটে একেবারেই পেছনে পড়ে যায় নেপাল।

এই জয়ে টুর্নামেন্টে পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নেয় বাংলাদেশ। অন্যদিকে নেপাল দ্বিতীয়বার হেরে ১২ পয়েন্টে থেমেছে রানার্স আপ হয়ে।

চ্যাম্পিয়ন বাংলাদেশ,সাগরিকা,৪ গোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত