এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, জায়গা পেলেন যারা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২০:৩০ | অনলাইন সংস্করণ

আসন্ন এশিয়া কাপ ২০২৫–কে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ঘোষিত এই দলে নেতৃত্বে রয়েছেন লিটন দাস। স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আসরটি শুরু হবে ৯ সেপ্টেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্টে।

প্রাথমিক দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন মাহিদুল অঙ্কন ও নাহিদ রানা। অভিজ্ঞদের মধ্যে তাসকিন, মুস্তাফিজ, মিরাজ ও সোহানও আছেন দলে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন ও সাইফ হাসান।