ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফিলিস্তিনের সাবেক তারকা ফুটবলারকে গুলি করে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের সাবেক তারকা ফুটবলারকে গুলি করে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার সুলেমান ওবেইদ—যিনি ‘ফিলিস্তিনের পেলে’ নামে পরিচিত ছিলেন—তাকে গাজায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষা করার সময় দখলদার বাহিনীর গুলিতে নিহত হন ৪১ বছর বয়সী এই ক্রীড়াবিদ।

খবরটি নিশ্চিত করেছে গাজা থেকে প্রাপ্ত চিকিৎসা সূত্র এবং স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা সহিংসতা ও অবরোধের মধ্যে সাধারণ মানুষের মতো সুলেমান ওবেইদও মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। সে সময়ই তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।

ফুটবল ক্যারিয়ারে সুলেমান ওবেইদ ফিলিস্তিনের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় ছিলেন। গাজার শাবাব আল-শাতি ক্লাব থেকে তার যাত্রা শুরু হলেও পরে তিনি খেলেছেন পশ্চিম তীরের আল-আমারি ক্লাবে।

২০১০ সালের ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। এরপর ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ ও ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও অংশ নিয়েছেন জাতীয় দলের হয়ে।

পাঁচ সন্তানের জনক ওবেইদের মৃত্যুর খবরে ফিলিস্তিনসহ ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। যদিও এটি গাজায় প্রথম কোনো ক্রীড়াবিদ হত্যার ঘটনা নয়।

ফিলিস্তিনের ক্রীড়া সংগঠনগুলো জানায়, শুধু গত জুলাই মাসেই ইসরায়েলি বাহিনীর হাতে ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও যুব সংগঠনের প্রতিনিধি নিহত হয়েছেন। পুরো যুদ্ধকালীন সময়জুড়ে নিহত ফিলিস্তিনি ক্রীড়াবিদের সংখ্যা ইতোমধ্যে ৬৬০ ছাড়িয়ে গেছে।

গণহত্যা ও দমননীতি চলতে থাকা গাজায় ইসরায়েলি হামলায় মোট প্রাণহানির সংখ্যা এরই মধ্যে ৬১ হাজার ছাড়িয়েছে।

ইসরায়েল,গুলি করে হত্যা,সাবেক তারকা ফুটবলার,ফিলিস্তিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত