নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

দ. কোরিয়ার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৭:৫৯ | অনলাইন সংস্করণ

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত সূচনা করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের মেয়েদের। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফঈদা-স্বর্ণাদের।

শুরুর দিকে দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই চমকে দেয় কোরিয়ান ডিফেন্সকে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এশিয়ার এই ফুটবল পরাশক্তি। ধারাবাহিক আক্রমণে চাপ তৈরি করে বাংলাদেশের রক্ষণভাগে এবং একের পর এক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইয়ের 'এইচ' গ্রুপে বাংলাদেশের জন্য এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্র করলেই নিশ্চিত হতো মূল পর্বের টিকিট। কিন্তু আফঈদারা পারেননি কাঙ্ক্ষিত এক পয়েন্ট আদায় করতে। উল্টো বড় ব্যবধানে হেরে গ্রুপ চ্যাম্পিয়নের সুযোগ হাতছাড়া করেছেন তারা।

৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া, যারা প্রথম সুযোগেই জায়গা করে নিয়েছে মূল পর্বে। বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। ফলে রানার্স-আপ হয়ে এখনো একটি সুযোগ বাকি আছে বাংলাদেশের সামনে।

আটটি গ্রুপের রানার্স-আপ দল নিয়ে অনুষ্ঠিত হবে আরও একটি কোয়ালিফায়ার রাউন্ড। সেখানে ৮ দলের লড়াইয়ে সেরা তিনে থাকতে পারলেই প্রথমবারের মতো এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।

প্রথমার্ধে যেভাবে খেলেছে বাংলাদেশের মেয়েরা, তাতে এখনো আশার আলো দেখছেন ফুটবল সংশ্লিষ্টরা। ঘুরে দাঁড়ানোর এই সুযোগ কাজে লাগাতে পারলেই নতুন ইতিহাস রচনার হাতছানি দিচ্ছে আফঈদা-স্বর্ণাদের সামনে।