
বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। হারের পরও সেরা তিন গ্রুপ রানার্সআপের একজন হওয়ায় প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল।
অপর ম্যাচে চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ায় চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের। আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত। ঐ ম্যাচে ১-৬ গোলের ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশ ৬ পয়েন্ট ও ৫ গোল গড় নিয়ে অন্য গ্রুপের দিকে তাকিয়ে ছিল। 'ই' গ্রুপে চীন ও লেবানন দুই দলেরই সমান ৬ পয়েন্ট ছিল। ঐ ম্যাচ ড্র হলে বাংলাদেশ সংকটে পড়ত।
এর আগে, ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে তৃষ্ণার গোলে প্রথম লিড পায় বাংলাদেশ। তবে ৫ মিনিট পরই লি হিউনের গোলে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল হজম করে বাংলাদেশ। ৬০ মিনিটে বাংলাদেশের জালে আরও একটি গোল, এবার স্কোরশিটে নাম লেখান চু হিউং। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন হেই ইয়ং। আর ৯০ মিনিটে লি হিউন করেন পঞ্চম গোল। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় দক্ষিণ কোরিয়া। দাপুটে জয়ে মূল পর্বে জায়গা করে নেয় এশিয়ার শক্তিশালী দলটি।
তবে এইচ গ্রুপে রানার্সআপ হওয়া বাংলাদেশের সামনে ছিল একটি সুযোগ। দিনের অন্য ম্যাচের ফলাফলের কারণে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।
আবা/এসআর/২৫