অনলাইন সংস্করণ
২০:৩২, ১১ আগস্ট, ২০২৫
স্প্যানিশ ফুটবলের উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে ঘিরে ফের নতুন প্রেমের গুঞ্জন উঠেছে। কিছুদিন আগেই মডেল ফাতি ভাসকেজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল, যদিও দু’জনই বিষয়টি অস্বীকার করেছিলেন।
তবে স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ভাসকেজের সঙ্গে সম্পর্কের ইতি ঘটিয়ে এবার আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোলের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন এই বার্সেলোনা ফরোয়ার্ড।
১৮ বছরে পা দেওয়ার পর থেকেই ইয়ামালকে নিকি নিকোলের সঙ্গে একাধিকবার দেখা গেছে।
জন্মদিন উদযাপনের সময় র্যাপার নিকোলকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। পরবর্তীতে তারা একসঙ্গে সমুদ্রতীরবর্তী একটি রিসোর্টে সময় কাটিয়েছেন বলে দাবি স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োসের।
তার ভাষ্য, ‘খুবই নির্ভরযোগ্য এক তরুণী সূত্র আমাকে জানিয়েছেন—ইয়ামাল ও নিকি নিকোলের মধ্যে বিশেষ কিছু চলছে।’
গত ২৪ জুলাই তাদেরকে আবারও একটি বিচ ক্লাবে দেখা যায়। ওই রাতে ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী হয়েছেন অনেকে, এমনকি দু’জনকে চুম্বন করতে দেখার কথাও জানিয়েছেন সাংবাদিক হোয়োস।
রাত চারটার দিকে একসঙ্গে সেই স্থান ত্যাগ করেন তারা। যদিও ইয়ামাল বা নিকোল—দু’জনের পক্ষ থেকেই এখনো কোনো মন্তব্য আসেনি।