ক্রিকেটের উন্নতি নয়, চেয়ার ধরে রাখায় ব্যস্ত ছিলেন ফারুক আহমেদ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২১:৩৮ | অনলাইন সংস্করণ

গত বছরের আগস্টে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ২৮১ দিন দায়িত্ব পালনের পর সভাপতির চেয়ার থেকে বিদায় নেন তিনি।
চলতি বছরের মে মাসে মিরপুরে বিসিবির কার্যালয়ে এক জরুরি সভায় বিসিবির ১৮তম সভাপতি হিসেবে বোর্ড পরিচালকরা নির্বাচিত করেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে।
সভায় নাজমুল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাকে সহসভাপতি নির্বাচিত করা হয়। আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দীনের ‘ঠিকানায়’ অনুষ্ঠানে ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদকে সরানোর ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের ক্রমাগত অবনতির পাশাপাশি দেখা গেছে, ফারুক আহমেদ ক্রিকেটের উন্নতির চেয়ে নিজের ভবিষ্যতের বিসিবি সভাপতির চেয়ারের দিকে বেশি মনোযোগ দিয়েছিলেন। ক্লাব নেওয়া এবং ব্যবসায়িক দিকেও তার আগ্রহ বেশি ছিল। আমরা গঠনতন্ত্রের বাইরে কিছুই করিনি। মন্ত্রণালয় চাইলে এনএসসির মনোনয়ন বাতিল করতে পারে। আমরা নতুন একজনকে মনোনয়ন দিয়েছি, যিনি এখন বিসিবি প্রেসিডেন্ট।’
অপরদিকে, নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট ও ৩৯ ওডিআই খেলেছেন। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় যুক্ত হন। তিনি আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং বিসিবিতে আসার আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
