ইনজুরি থেকে ফিরেই মেসির চমক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:৪৬ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

মাংসপেশির চোটের কারণে দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। লম্বাা বিরতির পর প্রতিযোগিতামূলক লড়াইয়ে ফিরেই মাঠে দারুণ প্রভাব ফেললেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আজ রোববার সকালে গোল-অ্যাসিস্ট করে ইন্টার মিয়ামিকে জিতিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
চেজ স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন মেসি। ম্যাচের মাত্র ১০ মিনিট বাকি থাকতেও যখন স্কোর ১-১ সমতায়, তখনই জ্বলে ওঠেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা এবং মিয়ামিকে সাপোর্টার্স শিল্ড ধরে রাখার লড়াইয়ে এগিয়ে দেন।
৮৪ মিনিটে প্রতিপক্ষের অর্ধ থেকে বল কন্ট্রোল করে স্বভাবসুলভ ড্রিবলিংয়ে ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ে নিখুঁত শট নেন মেসি। বল চলে যায় জালের নিচের কোণে, মিয়ামি এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
পাঁচ মিনিট পর মেসি হন গোলের যোগানদাতা। আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলের পাস নিয়ন্ত্রণে নিয়ে গোড়ালিতে তিনি পাস বাড়ান লুইস সুয়ারেজের দিকে। বল রিসিভ করে জালে জড়িয়ে দিতে ভুল করেননি সুয়ারেজ।
এ নিয়ে মৌসুমের ১৯তম গোল করেছেন মেসি। একইসঙ্গে মাঠে ফিরেই মায়ামির প্রয়োজনীয় জয় নিশ্চিত করেছেন। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে পাঁচে অবস্থান করছে মায়ামি। দুই ম্যাচ বেশি খেলে ফিলাডেলফিয়া ইউনিয়ন ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
আবা/এসআর/২৫
