৩৫তম ব্যাচকে অভিনব বিদায় জানালো বিকেএসপি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২১:৩৩ | অনলাইন সংস্করণ

দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আজ সকালে তাদের ৩৫তম ব্যাচের সদ্য পাশ করা এইচএসসি প্রশিক্ষণার্থীদের বিদায় জানালো। দীর্ঘ ৬ থেকে ৯ বছরের কঠোর প্রশিক্ষণ, লেখা-পড়া ও সু-শৃঙ্খল জীবন যাপনের পর শেষ হলো তাদের বিকেএসপি জীবন।
প্রশিক্ষণার্থীদের বিদায়কে স্মরণীয় করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আয়োজন করেছিল এক অভিনব অনুষ্ঠান।
বিকেএসপি কলেজ থেকে শুরু করে প্রধান ফটক পর্যন্ত প্রশিক্ষণার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা রাস্তার দু’ধারে সারিবদ্ধ হয়ে ফুলের পাপড়ি ছুঁড়েছেন এবং বাদক দলের সুরে ব্যাচ’৩৫কে বিদায় জানিয়েছে। এই সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে, গতকাল সন্ধ্যায় এইচএসসি’৩৫-এর বিদায় উপলক্ষে বিকেএসপি’র অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। মিলনায়তনে বিদায়ী প্রশিক্ষণার্থীদের রজনীগন্ধার ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল ক্ষুদে প্রশিক্ষণার্থীদের একটি দল।
স্মৃতিচারন পর্বে বক্তব্য রাখেন কয়েকজন প্রশিক্ষণার্থী ও শ্রেণি শিক্ষক। অনুষ্ঠানটিতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম বিদায়ীদের উদ্দেশে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। পরে মহাপরিচালক বিদায়ী প্রশিক্ষণার্থীদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন।
