নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুঁড়িয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২ | অনলাইন সংস্করণ

জিতলেই ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশ মাঠে নেমেছে সহজ সমীকরণ নিয়ে।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ের জন্য পাঠায় বাংলাদেশ।
এদিন ইনিংস শুরু থেকেই নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা সমস্যায় পড়েন। শেষ পর্যন্ত তারা ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়।
দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান বাট। ২৪ বলে তিন চার ও এক ছক্কায় তিনি এই রান সংগ্রহ করেন। এছাড়া ওপেনার বিক্রমজিত সিং ১৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন।
বাংলাদেশ দলের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ।
