বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি, সিরিজ বাংলাদেশের
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৪ | অনলাইন সংস্করণ

সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডসের তৃতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই দুই দফায় বৃষ্টি হানা দেয়। বাংলাদেশের ইনিংসে পুরো ২০ ওভার খেলা সম্ভব হয়নি।
এদিন প্রথম ইনিংস শেষ হলে ডিএল মেথডে ফলাফল আসার জন্য নেদারল্যান্ডসকে অন্তত পাঁচ ওভার ব্যাট করতে হতো। তবে বৃষ্টির কারণে সেটিও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস খেলেন ৪৬ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। শেষ দিকে নুরুল হাসান সোহান অপরাজিত ২২ (১১) ও জাকের আলি অপরাজিত ২০ (১৩) রান যোগ করেন।
তবে সাইফ হাসান (১২), তাওহিদ হৃদয় (৯) ও শামিম হোসেন (২১) সুবিধা করতে পারেননি।
আগের দুই ম্যাচে সহজ জয় পাওয়া বাংলাদেশ আজ ব্যাট হাতে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পায়। তবে শেষ হাসি হেসেছে বৃষ্টি—যার কারণে সিরিজের শেষ ম্যাচও আর সম্পন্ন করা যায়নি।
